পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল কংগ্রেস

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 00:08:28

ভারতের লোকসভা নির্বাচনের এখন পর্যন্ত ভোট গণনায় পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এ রাজ্যে ৪২ আসনের মধ্যে এখন পর্যন্ত ২২টি আসনের ফলাফল পাওয়া গেছে।

২২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৩, বিজেপি ৭, কংগ্রেস ২টি আসন পেয়েছে। বামজোট এখনো কোন আসন পায়নি।

বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৮টা থেকে ভারতের ১৭তম জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল প্রকাশ হতে শুরু করেছে।

তবে এ রাজ্যে এবার বিজেপির উত্থান হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ভবিষ্যদ্বাণী করেছিলেন। সে কথার প্রমাণও পাওয়া যাচ্ছে, গতবারের তুলনায় তৃণমূলের আসন যেমন কমেছে ঠিক তেমনি বিজেপির আসন বৃদ্ধি পাচ্ছে। পরিপূর্ণ চিত্র পেতে হলে তাই অপেক্ষা করতে হবে ৪২ আসনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত।

উল্লেখ্য, এনডিটিভির সরাসরি প্রচারিত তথ্যানুযায়ী, ৫৪২ আসনের মধ্যে ২৯৭টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরমধ্যে বিজেপি ১৭৭ আসন পেয়েছে বিজেপি। বিপরীতে ৭৭ আসন পেয়েছে কংগ্রেস।

আরও পড়ুন: কংগ্রেসের চেয়ে দ্বিগুণ এগিয়ে বিজেপি

এ সম্পর্কিত আরও খবর