মিয়ানমারে মুক্তি পেলেন রয়টার্সের দুই সাংবাদিক

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-06 06:18:04

মিয়ানমারে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দায়ে কারাবন্দী বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট উইন মিনতের দেওয়া এক আদেশের আওতায় মঙ্গলবার (৭ মে) তারা মুক্তি পান।

এই দুই সাংবাদিক হলেন- ওয়া লোন (৩৩) ও কিয়াও সো ওও (২৯)।

মিয়ানমারের রাষ্ট্রীয় গোপন আইনের আওতায় ২০১৮ সালের সেপ্টেম্বরে অভিযুক্ত করে তাদের সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। দেশটিতে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ১০ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়। এ নিয়ে প্রতিবেদন করেন তারা।

এর পরেই তাদের আটক করা হয়। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

জেল থেকে মুক্তি পেয়ে ওয়া লোন গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি কখনোই সাংবাদিকতা ছেড়ে দেব না। আমি আমার পরিবার এবং সহকর্মীদের কাছে ফিরে এসে খুবই আনন্দিত।’

এ সম্পর্কিত আরও খবর