ফণীর তাণ্ডবে লণ্ডভণ্ড ওড়িশা, নিহত ৩

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 17:12:02

ফণীর তাণ্ডবে রীতিমতো লণ্ডভণ্ড ভারতের রাজ্য ওড়িশা। এতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম।

শুক্রবার (৩ মে) সকাল ৯টা নাগাদ ওড়িশার পুরীতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে আঘাত হানে ফণী। এর সঙ্গে সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। এতে উপড়ে পড়ে গাছপালা ও ঘরবাড়ি।

এর আগে বৃহস্পতিবার (২ মে) আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার বিকেলের দিকে ফণী আঘাত হানবে বলে জানানো হয়েছিল। তবে রাতের মধ্যে বেগ বাড়িয়ে সকালেই আঘাত হানে ভয়াবহ এ ঘূর্ণিঝড়।

ফণীর আঘাতে পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুর, গোপালপুরের মতো এলাকাগুলোতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির আবহাওয়াবিদরা।

দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন গেছে গ্রামগুলো। তলিয়ে গেছে ওড়িশার উপকূলবর্তী গ্রামগুলো। গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ওড়িশার কেন্দ্রাপাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির।

পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন ওড়িশার পুরী, গোপালপুর-সব বিভিন্ন এলাকা। ফণীর গতিপথে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে। ফণীর যাত্রাপথে থাকা ১১ লাখ মানুষকে সরিয়ে নিয়েছে ওড়িশা সরকার।

তবে উড়িশায় আঘাত হানলেও এখনো ঘূর্ণিঝড়টি কলকাতা হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, আজকে রাতের মধ্যভাগে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে ফণী।

এ সম্পর্কিত আরও খবর