সাধারণ চাকরি পেলেই লাড্ডু বিতরণ করতেন মা: মোদি

ভারত, আন্তর্জাতিক

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:51:18

দিল্লি থেকে: প্রধানমন্ত্রী হওয়া দূরের কথা সাধারণ চাকরি পেলে আমার মা লাড্ডু বিতরণ করতেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে অক্ষয় অনেকটা হালকাভাবে বেশ কিছু সময় ভাগ করে নেন। সাধারণভাবে নিজের পছন্দ ও জীবন সম্পর্কে কথা বলেন প্রধানমন্ত্রী। তবে এটি একটি অ-রাজনৈতিক সাক্ষাৎকার।

সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি অক্ষয় কুমারকে বলেন, আমি কখনোই ভাবিনি যে আমি প্রধানমন্ত্রী হব। একটি সাধারণ ব্যক্তি এমন ভাবে না। আমি যে ধরণের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সে অবস্থায় যদি আমি একটি সাধারণ চাকরি পেয়ে গেলে পাড়ায় আমার মা লাড্ডু বিতরণ করতেন।

মোদি বলেন, ‘আমার প্রথম জীবনে একটি ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। যখন আমি স্কুলে পড়তাম, তখন দেনা ব্যাংকের লোকেরা এসে আমার ক্ষুদ্র সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়। আমার যথেষ্ট টাকা ছিল না। পরে, ব্যাংক কর্মকর্তারা সামান্য অর্থ দিতে না পারায় অ্যাকাউন্ট বন্ধ করতে চেয়েছিল।’

৩২ বছর পর, আমি যখন মুখ্যমন্ত্রী হই তারা আমাকে বলে যে আমার শৈশব থেকেই একাউন্ট ছিল। তখন বেতন ব্যাংকে জমা দেওয়ার প্রয়োজন হল। আমি তাদের বললাম, আমি তাদের টাকা দিতে চাই। তারা বলেছিল আমার বিরুদ্ধে মামলা আছে।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমার কোনো পথে যাওয়া উচিত এ নিয়ে ভাবতাম। আমি একদিন নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাই। আমি খুব অল্প বয়সে থেকে আমার নিজের ওপর নির্ভরশীল ছিলাম। এটি আমাকে বিচ্ছিন্নতার একটি অনুভূতি দিত। পরে, আমি যদি আমার মাকে আমার সঙ্গে ঘর ছাড়তে বলতাম। কিন্তু তিনি তাঁর গ্রামেই থাকতে চেয়েছিলেন। এছাড়াও, আমি তাঁর সঙ্গে ব্যয় করার জন্য যথেষ্ট সময় পাইনি।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমার সহজে রাগ পেত না। কিন্তু এটি মানুষের প্রকৃতির একটি অংশ। এ আবেগগুলো নেতিবাচকভাবে ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় থেকেই আমি আমার ক্যারিয়ার শুরু করেছি। আমার কখনো রাগ প্রকাশ করার সুযোগ ছিল না। রাগ এবং কঠোর হওয়ার মধ্যে একটি পার্থক্য আছে। আপনাকে শুধু শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

মোদি বলেন, ‘যখনই আমি আবেগ দ্বারা আক্রান্ত হই। আমি তখন এনিয়ে একটি কাগজে সব লিখে ফেলি। তারপর আমি এটা বিশ্লেষণ করি। এটি আমাকে আমার নিজের ভুল বুঝতে সাহায্য করে। কিন্তু অবশ্যই আমার অনেক সময় থাকে না। এভাবেই আমি নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে প্রশিক্ষিত করেছি।’

এ সম্পর্কিত আরও খবর