আন্তর্জাতিক যোগসূত্রে হামলা, বলছে শ্রীলঙ্কা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 05:57:48

শ্রীলঙ্কায় সাতটি আত্মঘাতী বোমা হামলাসহ আট স্থানে হামলার ঘটনায় আন্তর্জাতিক গোষ্ঠীর যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন সরকারি মুখপাত্র।

সোমবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে এই হামলায় উগ্রবাদী ইসলামপন্থীরা জড়িত বলেও জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে এখনো দেশটির গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হতে পারেনি কারা এই হামলার মূল পরিকল্পনাকারী। কিন্তু তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শ্রীলঙ্কার গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

কিন্তু উদ্ধারকৃত লাশের ময়নাতদন্ত শেষে ৭টি আত্মঘাতী বোমা হামলা সম্পর্কে নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) দেশটির কলম্বোতে তিনটি হোটেল ও গির্জায় সিরিজ বোমা হামলায় এখন পর্যন্ত ২৯০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। একজন বাংলাদেশি নাগরিকও এ ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় পাঁচ শতাধিক আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।

এ সম্পর্কিত আরও খবর