শ্রীলঙ্কায় ফের হামলার সম্ভাবনা: যুক্তরাষ্ট্র

এশিয়া, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-20 18:28:11

শ্রীলঙ্কায় ইস্টার সানডে চলাকালীন সময়ে ভয়াবহ হামলার পর আবারও বড় ধরনের হামলার আশঙ্কা করছে মার্কিন পররাষ্ট্র দফতর। তারা জানিয়েছে, এই হামলা শেষ নয়। শ্রীলঙ্কায় আরও হামলা হতে পারে।

সোমবার (২২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতর ভ্রমণ বিষয়ে এ সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে মার্কিন নাগরিকদের শ্রীলঙ্কা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সতর্কতায় বলা হয়েছে, রোববারের হামলার পর জঙ্গি সংগঠনগুলো নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা পূর্ব নির্ধারিত হামলা কিংবা আত্মঘাতী হামলা চালাতে পারে। হামলার সম্ভাব্য জায়গা হতে পারে টুরিস্ট স্পট, ট্রান্সপোর্ট কিংবা জনবহুল এলাকা।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে তিনটি গির্জা ও তিনটি হোটেল সবমিলিয়ে ৮ জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২৯০ জন নিহত ও ৫০০ জনের মতো আহত হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় হামলার ঘটনায় ২৪ জন আটক

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

আরও পড়ুন: শ্রীলঙ্কার বোমা হামলায় ৩২ বিদেশি নিহত

এ সম্পর্কিত আরও খবর