ছবিতে শ্রীলঙ্কা হামলা

এশিয়া, আন্তর্জাতিক

ফয়েজুল ইসলাম, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম | 2023-08-27 18:08:34

ইস্টার সানডে উপলক্ষে প্রার্থনারত খ্রিষ্টান ধর্মের অনুসারীরা। যিশুর পুনরুত্থান দিবসে শ্রীলঙ্কায় গির্জায় গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। হঠাৎ বোমা বিস্ফোরণ। প্রার্থনার চেয়ে প্রাণ বাঁচাতে ব্যস্ত মানুষ।

গির্জা-হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত ২০৭ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪০০ জনেরও অধিক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের পরে গির্জায় ছড়িয়ে পড়ে রক্ত। মানুষের রক্তে লাল হয়ে ওঠে প্রার্থনার স্থান। রক্ত দাগ লাগে যিশুর প্রতিকৃতিতেও।

হামলা থামিয়ে দিয়েছে অনেকের প্রাণ, আবার অনেকেই নিজেরদের প্রাণ বাঁচাতে ব্যস্ত।

মানুষের পাশাপাশি হামলায় গির্জার আসবাসপত্রও লণ্ডভণ্ড হয়ে যায়। স্থানীয়রা ব্যস্ত আহতদের উদ্ধার করতে।

হামলার পরপরই এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দাগ টেনে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ সময় দেশটির পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়।

এখন পর্যন্ত প্রায় ২০৭ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণ শুধু মানুষের প্রাণ কেড়ে নেয়নি কলম্বোর কচ্চিকাদে, নিগেম্বু ও বাট্টিকেলোয়া গির্জাগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এ সম্পর্কিত আরও খবর