পাকিস্তানে বাস থামিয়ে ১৪ যাত্রীকে গুলি করে হত্যা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:49:22

পাকিস্তানের বেলুচিস্তানে মাকরান উপকূলীয় মহাসড়কে ৫-৬টি বাস থামিয়ে ১৪ জনকে গুলি করে হত্যা করেছে। অজ্ঞাত বন্দুকধারীরা এ হত্যাকাণ্ড চালিয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে মাকরান মহাসড়কের ওরামারা অঞ্চলে এই ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ‘ডন’ এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা মহসীন হাসান বাট এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আনুমানিক ১৫-২০ এক দল অজ্ঞাত বন্দুকধারী বাসগুলো থামায়। বাসগুলো করাচি এবং গওয়াদারে আসা যাওয়া করছে।‘

বেলুচিস্তান স্বরাষ্ট্র সচিব হায়দার আলী বলেন, ‘বন্দুকধারীরা সীমান্ত রক্ষীদের মতো পোশাক পরিহিত ছিল।‘

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘বন্দুকধারীরা বাসগুলো থামিয়ে ১৬ জন যাত্রীর পরিচয়পত্র দেখে। এরপর গুলি করলে ১৪ জন নিহত হয়। বাকি দুইজন পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করে।'

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলছে, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এই বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অতিসত্বর হত্যাকারীদের খুঁজে বের করা হবে বলেও জানায় দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

এ সম্পর্কিত আরও খবর