ফিলিপাইনে ঝড়ে নিহত শতাধিক

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-31 15:21:23

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ‘তেমবিনের’ আঘাতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরো অনেকে। তেমবিনের প্রভাবে মিন্দানাও দ্বীপের কিছু অংশে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে। তুবদ ও পাইগাপো শহর দু’টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহর দু’টিতে বেশ কয়েকটি বাড়ি কাদার নিচে চাপা পড়েছে। মিন্দানাও দ্বীপের কয়েক স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কাদার নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। ঝড়ের কারণে রাস্তাঘাট ভেঙে পড়ায় এবং বিদ্যুৎ না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফিলিপাইনে প্রায়ই গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে। তবে মিন্দানাও দ্বীপে খুব বেশি আক্রান্ত হয় না। ২০১৩ সালে ফিলিপাইনে টাইফুন হাইয়ানের আঘাতে পাঁচ হাজারেও বেশি মানুষ নিহত ও লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর