চীনে ৩ বছরে ১৩ হাজার ওয়েবসাইট বন্ধ

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-25 00:18:57

২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৩ হাজার ওয়েবসাইটের নিবন্ধন বাতিল করেছে চীন। দেশটির ইন্টারনেটের নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয় বলে রবিবার সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে। সমাজতান্ত্রিক দেশটিতে ইন্টারনেটে কঠোর নিয়ন্ত্রণ থাকার পরও, এ সংক্রান্ত আইন আরো জোরদার করেছে সরকার। মূলত ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই ইন্টারনেটের নিয়মকানুন জোরালো করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টের কথা উল্লেখ করে রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ জানিয়েছে, সরকার এক কোটি ইন্টারনেট অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপগুলোর শক্তিশালী প্রতিকূল প্রভাব আছে বলে ন্যাশনাল পিপল কংগ্রেসের স্থায়ী কমিটির সহ-সভাপতি ওয়াং শেংজুনের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে। বিশ্বের সর্বোচ্চ ন্টারনেট ব্যবহারকারী থাকার পরও চীনে সবচেয়ে বেশি অনলাইট ব্যবহা নিয়ন্ত্রণ করা হয় বলে মার্কিন থিংক ট্যাঙ্ক ফ্রিডম হাউসের ২০১৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে। বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলো দেশের মধ্যেই ব্যবহারকারীর তথ্য সংরক্ষণের জন্য চলতি বছরই নতুন নিয়মাবলী প্রণয়ন করেছে চীন। দেশটিতে ফেসবুক,টুইটার,গুগল ও নিউইয়র্ক টাইমসের মতো অগণিত বিদেশি ওয়েবসাইট নিষিদ্ধ।

এ সম্পর্কিত আরও খবর