দত্তক নেওয়া ৭ শিশুকে নির্যাতনের অভিযোগে নারী গ্রেফতার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 19:55:59

আমেরিকার আরিজোনায় সাত জন শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের দত্তক নেওয়া এক নারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

অভিযুক্ত মিশেল হ্যাকনি নামের ওই নারীর পারিবারিক ইউটিউব চ্যানেল ‘ফ্যান্টাসটিক অ্যাডভেঞ্চার’-এ নিয়মিত অনুষ্ঠানে ওই সাত শিশুকে অভিনয় করতে দেখা যায়। চ্যানেলটিতে মূলত তারাই অভিনেতা ছিল। যেখানে তারা সুপারহিরোদের পোশাকে বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নিত। আর এতে অ্যানিমেটেড গ্রাফিক্স ব্যবহার করে সুপার পাওয়ারের শৈলী দেখানো হত। এদের প্রত্যেকের বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে। খবর বিবিসি।

তবে দেশটির পুলিশ জানায়, এই সাত জন শিশুকে ঠিকমতো খাবার দেওয়া হতো না, তাদের ওপর শারীরিক নির্যাতনের পাশাপাশি ঘরের বিভিন্ন কোণে বন্দী করে রাখা হতো।

এমনকি তাদেরকে জোরপূর্বক আইস বাথ, ক্ষতিকারক স্প্রে এবং যৌন নির্যাতন করা হতো বলেও দাবি করে পুলিশ।

পুলিশ আরও জানায়, মিশেলের বাসায় অভিযান চলাকালীন সময়ে একজন শিশুকে আলমারিতে আটকে রাখা হয়েছে। তবে ইতোমধ্যে ওই সাতজন শিশুকে সেই বাসা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এই অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় তার দুই ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন মিশেল হ্যাকনি।

এদিকে ইউটিউব কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়, চ্যানেলটি থেকে অর্থ উপার্জনের ব্যবস্থা এবং চ্যানেলটির ভবিষ্যৎ কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

এ সম্পর্কিত আরও খবর