আফ্রিকায় মৃতের সংখ্যা হাজার ছাড়ানোর আশঙ্কা

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:12:15

মোজাম্বিকে ঘূর্ণিঝড় 'ইদাইয়ের' তাণ্ডবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় অনেক মৃত মানুষের লাশ ভাসতে দেখেছেন তিনি।

দেশটির হিসেবে মতে এখন পর্যন্ত ৩০০ এর কাছাকাছি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।। এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে এমন ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়নি বলে জানিয়েছেন দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী। ঘূর্ণিঝড়টি ১৭৭ কিমি বেগে মোজাম্বিক শহরে আঘাত হানে। এই ঝড়ে প্রতিবেশী দেশ জিম্বাবুয়েসহ এর আশপাশের দক্ষিণাঞ্চলে অন্তত ১০৫ জন নিহত ও ২৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ভয়াবহ ঘূর্ণিঝড় 'ইদাইয়ের' পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিসহ এর আশপাশের দেশে আঘাত হানে।

এ সম্পর্কিত আরও খবর