অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারির বিস্ফোরণ, আহত ৮

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-09-01 10:21:35

ফের ব্যাটারি বিপত্তিতে আইফোন। অতিরিক্ত মাত্রায় গরম হয়ে আইফোনের ব্যাটারি ফেটে এক ব্যক্তির হাত পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে । সামান্য আহত হয়েছেন আরো সাতজন। সুইজারল্যান্ডের জুরিখ অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় সেখানে অবস্থানরত ৫০ জন ক্রেতা ও বিক্রেতা স্টোরটি ত্যাগ করতে বাধ্য হন। পুলিশ জানিয়েছে, অ্যাপল স্টোরটির এক বিক্রয় কর্মী আইফোনের ব্যাটারি খোলার সময় এ ঘটনা ঘটে। এসময় আগুন নেভানোর জন্য কর্মীরা বালি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় অ্যাপলের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিস্ফোরিত আইফোনের ব্যাটারিটি কোনো মডেলের সে বিষয়ও কিছু জানানো হয়নি। আইফোনে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে আর এটি তৈরি করতে প্রয়োজন হয় ইলেক্ট্রোলাইটস। তাই ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার ঘটনা নগণ্য হলেও অস্বাভাবিক নয়। ২০১৬ সালে আরেক প্রযুক্তি কোম্পানি স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি নোট ৭ এর ব্যাটারি বেশ কয়েক বার বিস্ফোরিত হয়। স্যামসাংয়ের বিরুদ্ধে নিম্মমানের ব্যাটারি তৈরির অভিযোগ ওঠে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্র্যান্ড হিসেবে তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। ব্যাটারি বিস্ফোরণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যেই এইচপি তাদের গ্রাহকদের ৫২ হাজার ব্যাটারি বদলে দেওয়ার ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর