পাকিস্তানে শিশু ধর্ষণের প্রতিবাদে শিশুকন্যাকে নিয়ে সংবাদ পাঠ

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-06-26 12:54:28

পাকিস্তানের কাসুর শহরে ৭ বছরের জাইনাব আনসারিকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো দেশ। রাজপথ আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ তো চলছেই। তবে এসব ছেড়ে প্রতিবাদের অভিনব পথ বেছে নিয়েছেন পাকিস্তানের এক সংবাদ উপস্থাপিকা। বুধবার সন্ধ্যার খবরে সামা টিভির সংবাদ উপস্থাপিকা কিরন নাজ তার শিশু কন্যাকে কোলে বসিয়ে সংবাদ উপস্থাপন করেন। এনডিটিভি বৃহস্পতিবার এক প্র্রতিবেদনে এ খবর জানিয়েছে। বুধবার চ্যানেলটির সন্ধ্যা ৭টার বুলেটিনে নাজ বলেন,‘আজ, আমি কিরন নাজ নই। আজ আমি একজন মা। এজন্য আমি আমার মেয়েকে নিয়ে এসেছি।’ জাইনাবের ঘটনায় নাজ তার ক্ষোভ প্রকাশ করেন। এখনো পর্যন্ত খুনিকে ধরার ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় অভিভাবক হিসেবে হতাশাও প্রকাশ করেন তিনি। দুই মিনিটের ওই ক্লিপের শেষে তিনি বলেন, ‘আমার আজ জাইনাব প্রসঙ্গ ছাড়া আর কিছু বলার নেই।’ পাকিস্তানের কাসুর শহরের শিশুকন্যা জাইনাব আনসারি গত ৪ জানুয়ারি তার এক প্রতিবেশীর বাড়িতে কোরান পাঠ শিখতে গিয়েছিল৷ অভিযোগ, ফেরার সময় কে বা কারা তাকে অপহরণ করে ধর্ষণ করার পর খুন করে৷ তার মৃতদেহ একটি আবর্জনার স্তুপের ভিতর ফেলে রেখে যাওয়া হয়৷ জাইনাবের মৃতদেহ উদ্ধারের পর থেকেই উত্তাল হয়ে ওঠে কাসুর৷ এর জেরে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে পুরো দেশ জুড়েই৷

এ সম্পর্কিত আরও খবর