ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপন প্রচারে পাকিস্তানের নিষেধাজ্ঞা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-09-01 03:05:59

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূখণ্ডে ১২ টি মিরাজ ও ২ হাজার যুদ্ধ বিমানের সহায়তায় জইশ-ই-মহম্মদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ু সেনা।  

তার কয়েকঘণ্টা পরেই ভারতের বিরুদ্ধে ‘লড়াই'টা নিজেদের দেশের মাটি থেকেই শুরু করে দেয় পাকিস্তান। জারি করে ভারতীয় সিনেমার ওপর কড়া নিষেধাজ্ঞা। পাকিস্তানে ভারতীয় সিনেমা রিলিজের ব্যবস্থা করতে পারবেন না।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে আত্মঘাতী জঙ্গি হানার ফলে ৪০ জনেরও বেশি জওয়ান শহীদ হন। ওই হানার দায় স্বীকার করে নেয় পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

মঙ্গলবার ভোরে কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রণ অংশে বোমাবর্ষণ করে ভারতের সেনারা। এর পরে পাকিস্তানের তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন বলেন, পাক ডিস্ট্রিবিউটররা ভারতীয় সিনেমাকে বয়কট করবেন।

ভারতে তৈরি হওয়া বিজ্ঞাপনের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে পুলওয়ামার জঙ্গি হানার পর ভারতের একাধিক ছবি, যেমন, টোটাল ধামাল, লুকা ছুপি, অর্জুন পাতিয়ালা, নোটবুক এবং কবীর সিং-এর প্রযোজকরা জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানে তাঁদের ছবি রিলিজ করাবেন না তাঁরা।

এ সম্পর্কিত আরও খবর