পাকিস্তানে ‘কষ্টসাধ্য’ অর্থনৈতিক সংস্কারে ইমরান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:59:52

ঋণের বোঝা কমাতে পাকিস্তানে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পাক অর্থনীতির এই সংস্কার ‘বেশ কষ্টসাধ্য’ বলে অভিহিত করেছেন তিনি।

দুবাইয়ে বিশ্বের সরকারপ্রধানদের সম্মেলনে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালে তার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে অর্থনৈতিক বিশাল ঘাটতি দেখতে পাচ্ছেন তিনি।

অর্থনৈতিক সংস্কারকে অস্ত্রোপচারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, আপনি যখন রোগীর অস্ত্রোপচার করেন তখন তার অনেক কষ্ট হয়, কিন্তু তার অবস্থার উন্নতিও ঘটে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সমাজের জন্য সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটি হলো, বিরোধী দলগুলোর চাপের মুখে এই সংস্কার বন্ধ রাখা। এটি বন্ধ করতে অনেক মহল মুখিয়ে আছে, তাদের কারণে অর্থনিতক সংস্কার করা যাবে না।

গত রোববার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সম্মেলনের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনে ল্যাগার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকেও নিজ দেশে অর্থনৈতিক সংস্কারের কথা জানান তিনি।

সূ্ত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর