সরকার উৎখাতে সেনাবাহিনীর সাথে বৈঠকে গুইদো

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:00:29

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো দেশটির সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করবেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে উৎখাত করতে সেনা সহায়তার জন্য তিনি এ বৈঠক করবেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) হুয়ান গুইদো নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত প্রকাশ করেন। এর আগে নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার হিসেবেও ঘোষণা দেন।

তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ভিন্ন অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র বিরোধী দলীয় গুইদোকে সমর্থন দিলেও রাশিয়া ও চীন রয়েছে মাদুরোর পক্ষে।

এদিকে যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি জেরেমি হান্ট জানান, বৃহস্পতিবার দেশটির সরকারের (মাদুরো) ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

গত ১০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মাদুরো ক্ষমতা নেয়ার পর থেকেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভেনেজুয়েলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত বছর বিতর্কিত নির্বাচনে জয়ী হন তিনি। ওই নির্বাচনে দেশটির বিরোধী দলের বহু নেতা নিষিদ্ধ ছিলেন, অনেকে কারাবন্দী ছিলেন।

জাতিসংঘ জানিয়েছে, মাদুরো বিরোধী আন্দোলনে গত ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪০ জন মারা গেছেন। আটক হয়েছেন শতাধিক মানুষ।

সবমিলিয়ে, লাতিন আমেরিকার দেশটি সরকার নিয়ে ভালো সংকটে পড়েছে। এ সুযোগে ক্ষমতায় যেতে নির্বাচিত ও বিরোধী দলীয় নেতা দুজনই চেষ্টা চালাচ্ছে। এরই নিমিত্তে দেশটির সেনাবাহিনীর সাথে গোপন সাক্ষাৎ করবেন বিরোধী দলীয় নেতা।

এ সম্পর্কিত আরও খবর