পুতিনের তিন সংস্থা থেকে নিষেধাজ্ঞা সরালেন ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 20:54:51

রুশ সরকারে কর্মকর্তা অলেগ দারিপাস্কার তিন সংস্থা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন। সংস্থাগুলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সম্পৃক্ত।

সংস্থাগুলো হলো- ইউএস রুশাল, ইউএন প্লাস গ্রুপ ও জেএসসি ইউরোসিবএনার্গো।

সংস্থাগুলো থেকে দারিপাস্কা নিজের নিয়ন্ত্রণ তুলে নেয়ার পরই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়। এই সংস্থাগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও উঠেছিল। তাদের বিরুদ্ধে তদন্তও হয়েছে।

তবে, রাজস্ব বিভাগ বলেছে, সংস্থাগুলোতে রুশ ওই কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছিল।

গত বছরের এপ্রিল পর্যন্তও সংস্থাগুলোকে কালো তালিকায় রেখেছিল যুক্তরাষ্ট্র। সংস্থাগুলোর লভ্যাংশের মাধ্যমে কারা এবং কীভাবে লাভবান হয়েছে, সেদিকে কড়া নজরদারি ছিল ট্রাম্প প্রশাসনের। তাদের ধারণা ছিল, এসব সংস্থা বিশ্বব্যাপী মারাত্মক ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত।

সূত্র: বিবিসি

 

এ সম্পর্কিত আরও খবর