ভেনেজুয়েলা সংকট: মাদুরোকে আল্টিমেটাম ইউরোপের ৪ দেশের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:17:32

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আট দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী চার দেশ। দেশগুলো হলো- স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

এই আট দিনের মধ্যে পুনরায় নির্বাচন না দিলে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদোকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে এই দেশগুলো।

টেলিভিশনে দেওয়া শনিবার (২৬ জানুয়ারি) এক সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এই আট দিনের মধ্যে ভেনেজুয়েলায় সুষ্ঠু, অবাধ আর স্বচ্ছ নির্বাচন না দেওয়া হলে স্পেন গুইদোকে স্বীকৃতি দেবে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিশাল জনসভায় নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী গুইদো। বিতর্কিত নির্বাচনে প্রেসিডেন্ট হওয়া মাদুরোকে. সরানোর চেষ্টা করছেন তিনি।

দেশটিতে গত বছরের পুনর্নির্বাচনও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়। কিন্তু এখনও মাদুরো সেনাবাহিনীর আনুগত্যে টিকে আছেন।

ইতিমধ্যে জুয়ান গুইদোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ আরও কয়েকটি দেশ। অন্যদিকে, নিকোলাস মাদুরোর পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, তুরস্ক ও মেক্সিকো।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর