ছত্তীসগড়ে যৌথবাহিনীর এনকাউন্টারে ৯ মাওবাদী নিহত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-02 17:03:16

ভারতের পশ্চিমবঙ্গের ছত্তীসগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৯ মাওবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ছত্তীসগঢ়ের বিজাপুর জেলায় মঙ্গলবার (২ এপ্রিল) ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বিজাপুরের লেন্দ্রা গ্রামের কাছে মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে সকাল ৬টার দিকে অভিযানে নামে যৌথবাহিনী। যৌথবাহিনীতে ছিলেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যরা।

যৌথবাহিনীর অভিযান চলাকালীন তাদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এ সময় পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। শুরু হয় এনকাউন্টার।

উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলে সেই সময়। তারপর মাওবাদীদের অবস্থান থেকে আর কোনও গুলি না করায় এগোতে শুরু করে যৌথবাহিনী। ওই সময় ৯ মাওবাদীর মরদেহ উদ্ধার করে তারা।

এনকাউন্টারের পরে নিরাপত্তা কর্মীরা একটি মেশিনগানসহ বেশ কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। এলাকায় তল্লাশি অভিযান এখনো চলছে।

উল্লেখ্য, বস্তার এলাকার এই বিজাপুর মাওবাদীদের ‘গড়’ হিসাবে পরিচিত।

পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বছর এখনও পর্যন্ত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৪১ মাওবাদী নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর