মস্কো আক্রমণে পুতিন ভীষণ ব্যথিত : ক্রেমলিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-30 21:55:25

ক্রেমলিন শনিবার (৩০ মার্চ) বলেছে, বাহ্যিকভাবে দৃশ্যমান না হলেও মস্কোর একটি কনসার্ট হলে গণহত্যার জন্য এখনও ভীষণ ব্যথিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তবে রাজধানীর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলে হামলা চালিয়ে বন্দুকধারীরা ১৪৪ জনকে হত্যা এবং আরও শতাধিক আহত করার এক সপ্তাহেরও বেশি সময় পরেও প্রকাশ্যে বেঁচে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করেননি পুতিন। তিনি ওই হামলার ঘটনাস্থলও পরিদর্শন করেননি।

রাশিয়ার মিডিয়া জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কূটনীতিকরা শনিবার অনুষ্ঠানস্থলের বাইরে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত একটি অস্থায়ী স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদককে বলেছেন, ‘পুতিন তার নিজস্ব উপায়ে ট্র্যাজেডি মোকাবিলা করছেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্বাস করুন, আপনি যদি পুতিনের চোখে অশ্রু দেখতে না পান, তার মানে এই নয় যে তিনি ব্যথা পাচ্ছেন না। তিনি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা কারও পক্ষে বোঝা সম্ভব নয়।’

এদিকে, ক্রেমলিন কোনও ইঙ্গিত দেয়নি যে, রাশিয়ার নেতা হামলায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন।

এ সম্পর্কিত আরও খবর