পেরুর উপত্যকায় ক্ষুদ্র হরিণের নতুন প্রজাতির সন্ধান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-25 17:31:58

পশ্চিম-দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অতি ক্ষুদ্র আকৃতির নতুন এক প্রজাতির হরিণের সন্ধান পাওয়া গেছে। এটি লম্বায় মাত্র ৩৮ সেন্টিমিটার।

সোমবার (২৫ মার্চ) বিজ্ঞান সাময়িকী নিউ সায়েন্টিস্ট এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে জানানো হয়, ৬০ বছর পর দক্ষিণ আমেরিকার পেরুর মধ্য আন্দিজের শুষ্ক উপত্যকায় এ ধরনের প্রজাতির সন্ধান পাওয়া গেল। এটি ‘পুডু’ প্রজাতি বলে পরিচিত। এটি হরিণের ছোট প্রজাতির নতুন সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আন্দিজের তৃণভূমির রহস্যময় মেঘাচ্ছন্ন বনাঞ্চলের নিচু এলাকায় এদের বসবাস।

 

এ সম্পর্কিত আরও খবর