কোভিড সনদ জালিয়াতির অভিযোগ বলসোনারোর বিরুদ্ধে

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-20 18:53:41

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে কোভিড টিকার সনদ জাল করার অভিযোগ এনেছে দেশটির পুলিশ।

ব্রাজিলের পুলিশ রয়টার্সকে জানিয়েছে, কোভিড টিকার সনদ জালিয়াতির দায়ে বলসোনারোকে বিচারের মুখোমুখি করা হবে।

প্রসঙ্গত, এ বিষয়ে গত বছর শুরু হওয়া পুলিশি তদন্তের রিপোর্ট মঙ্গলবার (১৯ মার্চ) ব্রাজিলের সুপ্রিম কোর্ট কর্তৃক প্রকাশ করা হয়।

উল্লেখ্য, টিকা দেওয়া হয়নি বলে আগে স্বীকার করার পরেও আন্তর্জাতিক ভ্রমণের অনুমতি পাওয়ার জন্য স্বাস্থ্য রেকর্ডে মিথ্যা তথ্য সন্নিবেশের জন্য সহযোগীদের নির্দেশ দিয়েছিলেন বলসোনারো-এমন সন্দেহের ভিত্তিতে গত বছর থেকে তদন্ত চলছে।

ফেডারেল পুলিশ ২৩১ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছে, বলসোনারো এবং অন্যান্য ১৬ ব্যক্তি অযাচিত সুবিধা পাওয়ার জন্য মিথ্যা সনদ ইস্যু করার চক্রান্ত করেছিল।

এদিকে, ব্রাজিলের প্রচলিত আইন অনুযায়ী পাবলিক সিস্টেমে মিথ্যা তথ্য পরিবেশন দণ্ডনীয় অপরাধ।

পুলিশের ওই অভিযোগের ভিত্তিকে সাবেক এই প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হবে কিনা, তা এখন অ্যাটর্নি জেনারেলের অফিসের উপর নির্ভর করছে।

অন্যদিকে বলসোনারোর আইনি প্রতিরক্ষা দল বলেছে, সাবেক প্রেসিডেন্ট জানতেন না যে, তার কোনও উপদেষ্টা টিকার ভুয়া সনদ তৈরি করেছিলেন। তাদের দাবি, যে এটি করেছে, নিজ উদ্যোগে করেছে।

এই অভিযোগের বিষয়ে ৬৮ বছর বয়সি বলসোনারোকে গত বছরের মে মাসে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল এবং তার বাড়িতে অভিযান চালিয়েছিল।

গত জানুয়ারিতে ব্রাজিলের কম্পোট্রোলার জেনারেলের কার্যালয় নিশ্চিত করে যে বলসোনারোর কোভিড টিকার সনদ জাল ছিল।

এ সম্পর্কিত আরও খবর