৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আফগানিস্তান ও ভারত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-30 11:08:42

৬.১ মাত্রার এক প্রবল ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। ভূমিকম্পটি সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়েছে আফগানিস্তানে। বুধবার (৩১ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুল ও এর পার্শ্ববর্তী এলাকা এতে প্রবলভাবে প্রকম্পিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ(ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আফগানিস্তানের জার্ম থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে ১৯১.২ কিলোমিটার গভীরে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে বুধবারের ওই ভূমিকম্পে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ঘরের ছাদ ভেঙে এক মেয়ে শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও নয়জন। বেলুচিস্তান ছাড়াও এই ভূমিকম্প অনুভূত হয়েছে পেশোয়ার, লাহোর, ইসলামাবাদ আর করাচিতেও। পেশোয়ার ও লাহোরের আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এই শহরগুলোয় কোনও প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি। পেশোয়ারে বন্ধ হয়ে যায় মোবাইল ফোনের সিগনাল। কোয়েটার ডেপুটি কমিশনার সাবির আহমেদ মঙ্গল জানান, হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। প্রদেশের আরও কিছু গ্রামে ভূমিকম্প আঘাত করেছে জানিয়ে সেসব এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ভূমিকম্পে ইসলামাবাদের সুপ্রিম কোর্ট ভবনের জানালা ও দরজা কেঁপে ওঠে। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্প  অনেক দূরে ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীরের শ্রীনগরে জোরালোভাবেই  অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর