কোনও আন্তর্জাতিক চাপ যুদ্ধের লক্ষ্য অর্জনে বাধা হবে না: নেতানিয়াহু

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-17 20:38:13

আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল অভিযান চালানোর কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, বাস্তব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কোনো চাপ আমাদের থামাতে পারবে না। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে, হামাসের হাতে জিম্মিদের মুক্তি, হামাস মুক্তি গাজা ও ইসরায়েলের বিরুদ্ধে যাতে আর কোনো হুমকি গাজায় না থাকে তার নিশ্চিয়তা।

নেতানিয়াহু বলেন, লক্ষ্য অর্জনের আগে যদি আমরা যুদ্ধ বন্ধ করে দেই এর অর্থ হল ইসরায়েল যুদ্ধ হেরেছে। আমরা এটি হতে দেব না।

তিনি বলেন, হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে মুক্তি করা এবং ইসরায়েলের বিরুদ্ধে যাতে গাজা হুমকি হয়ে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ইসরায়েল অবশ্যই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হবে। আর এই সব নিশ্চয়তার জন্যই আমরা রাফায় অভিযান চালাবো।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ইস্যুতে কাতারের দোহায় যখন আলোচনা শুরু হবে, তখন এ ধরনের মন্তব্য এল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে।

গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় হামলা চালাচ্ছে দলখদার বাহিনী। এতে নিহত হয়েছেন ৩১ হাজারের বেশি। আহত হয়েছেন প্রায় ৭৪ হাজার।
৭ অক্টোবর হামাসের হামলার কথা ভুলে যাওয়ার জন্য তিনি তার সমালোচকদেরও কটাক্ষ করেন।

এ সম্পর্কিত আরও খবর