ফের বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-15 16:43:19

ইয়েমেনের কাছে লোহিত সাগরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলেছেন, ইরান-সম্পর্কিত হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে তাদের আক্রমণ প্রসারিত করার হুমকি দিয়েছে, যা বিশ্ববাণিজ্যকে ব্যাহত করেছে।

শুক্রবার (১৫ মার্চ) হুতি নিয়ন্ত্রিত বন্দরের পশ্চিমে হামলার ঘটনার পর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, ‘ওই হামলায় ক্রু আহত হয়নি এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’

ইউকেএমটিও আরও জানিয়েছে, ‘জাহাজটিকে একটি ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। এতে করে জাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে তবে ক্রুরা নিরাপদ রয়েছে।’

আল জাজিরা হুতিরা তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করেনি।

তবে হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, ‘ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলোকে ভারত মহাসাগরের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের দিকে যেতে বাধা দেওয়ার জন্য জাহাজগুলোকে লক্ষ্য করে তাদের অভিযান আরও বাড়বে।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক টেলিভিশন ভাষণে আল-হুতি বলেন, ‘আমাদের প্রধান চেষ্টা হলো শত্রু ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে আরব সাগর, লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের মধ্য দিয়ে কেপ অফ গুড হোপের দিকে যেতে বাধা দেওয়া। এটি একটি বড় পদক্ষেপ এবং আমরা এর জন্য প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি।’

হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা অব্যাহত রাখবে ।

এদিকে আল-হুতি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে ইয়েমেনে প্রায় ৩৪ হুতি সদস্য নিহত হয়েছে।

অন্যদিকে, লোহিত সাগরে হুতির হামলা গত কয়েক মাস বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করে শিপিং লাইনগুলোকে দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ এবং আরও ব্যয়বহুল রুটে পুনরায় চলাচল করতে বাধ্য করেছে।

এ সম্পর্কিত আরও খবর