গাজায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলায় নিহত ২৯

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-03-15 05:34:49

অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মধ্য গাজা উপত্যকার আল-নুসিরাত ক্যাম্পে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। আর উত্তর গাজার গোলচত্বরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ভিড়ের ওপর ইসরায়েলি বন্দুক হামলায় অন্তত ২১ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা উভয় ঘটনাই খতিয়ে দেখছে।

এর আগেও ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে বরাবরই ইসরায়েল বাহিনী এই মৃত্যুর জন্য ত্রাণবাহী ট্রাককে ঘিরে থাকা ভিড়কে দায়ী করেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭১ হাজরের বেশি মানুষ আহত হয়েছে। মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা। কারণ হাজার হাজার মানুষ এখনও ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে।

এ সম্পর্কিত আরও খবর