রাশিয়ার অবতরণকারী জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-14 19:54:27

কৃষ্ণসাগরে ক্রিমিয়ার দখলকৃত উপদ্বীপের কাছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাশিয়ার নৌবাহিনীর সেজার কুনিকভ নামের বড় অবতরণকারী জাহাজটি ধ্বংস করেছে ইউক্রেন।

কিয়েভের সামরিক বাহিনী সূত্রে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

ইউক্রেনের একটি সংবাদ সংস্থা ক্রিমিয়ার দক্ষিণ উপকূলে রাশিয়ার ওই জাহাজ থেকে উঠা ধোঁয়ার কলাম এবং সমুদ্রের উপর দিয়ে হেলিকপ্টার উড়ার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা ইউনিটের সঙ্গে একত্রে হামলার চালিয়ে রাশিয়ার অবতরণকারী জাহাজটি ধ্বংস করেছে। হামলার সময় এটি আলুপকার কাছে ইউক্রেনের আঞ্চলিক জলসীমায় ছিল।’

যদিও এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজে সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

ইউক্রেন কৃষ্ণসাগরের পশ্চিম অংশ থেকে রাশিয়ান যুদ্ধজাহাজকে সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরক ভর্তি সামুদ্রিক ড্রোন ব্যবহার করেছে।

এ সম্পর্কিত আরও খবর