প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে সরে দাঁড়ালেন বিলাওয়াল

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-13 21:14:28

পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীত্বের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়ে বলেছেন, তার দল জোট সরকারের অংশ হয়ে প্রধানমন্ত্রী পদের জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রার্থীকে সমর্থন করবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বলে পুনরায় নিশ্চিত করার কয়েক ঘন্টা পরে বিলাওয়ালের এই সিদ্ধান্ত আসলো।

তার নেতৃত্বে অনুষ্ঠিত পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) উচ্চ-ক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, তার দল ফেডারেশনে সরকার গঠনের জন্য ম্যান্ডেট পেতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘এই কারণে, আমি নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রার্থীতার জন্য এগিয়ে রাখবো না।

তার এই সিদ্ধান্তের আরেকটি কারণ হিসাবে তিনি বলেন, ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পিপিপির সঙ্গে জোট গঠন করতে অস্বীকার করেছে। একমাত্র দল হিসেবে পিএমএল-এন সরকারে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে পিপিপিকে।’

দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে লোভনীয় পদের জন্য প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীকে সমর্থন করার পিছনে আরেকটি কারণ প্রকাশ করে বিলাওয়াল বলেন, ‘পিপিপি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পিএমএল-এনের প্রার্থীকে প্রধানমন্ত্রীত্বের জন্য সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিলাওয়াল বলেন, ‘পিপিপি সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা নিজেরা ফেডারেল সরকারে গঠন করতে পারছি না, এমন একটি সেটআপে আমরা প্রধানমন্ত্রীত্ব নিতে আগ্রহী নই। আমরা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখতে চাই না। দেশে সঙ্কট স্থায়ী করতে চাই না।’

বিলাওয়াল বলেন, ‘পিপিপি একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সমস্যা থেকে দেশকে বের করে আনতে সক্ষম হওয়ায় তার বাবা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট পদে প্রার্থী হবেন।’

এ সম্পর্কিত আরও খবর