সামরিক ব্লগার হত্যা, রাশিয়ান তরুণীর ২৭ বছরের কারাদণ্ড

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-25 19:06:27

গত বছর যুদ্ধপন্থী এক সামরিক ব্লগারকে বোমা হামলা চালিয়ে হত্যার জন্য বোমা বহনের দায়ে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক রাশিয়ান তরুণীকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত।

রয়টার্স জানিয়েছে, ওই বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হন সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি।

এর পর বোমা বহনকারী ২৬ বছর বয়সি দারিয়া ত্রেপোভাকে সন্ত্রাসবাদসহ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে সেন্ট পিটার্সবার্গের একটি আদালত।

প্রসঙ্গত, তাতারস্কি সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বক্তৃতা দেওয়ার সময় ট্র্যাপোভা তাকে একটি মূর্তি উপহার দেন। পরে ওই মূর্তির ভেতরে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে নিহত হন তাতারস্কি।

এদিকে ট্রেপোভা আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি জানতেন না যে, মূর্তিটির ভেতরে বোমা রয়েছে। তিনি ভেবেছিলেন সেটি শোনার যন্ত্র, বোমা নয়।

এ সম্পর্কিত আরও খবর