ফের ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-09 17:09:03

বছরের প্রথমদিনে ৬.৭ মাত্রার ভূমিকম্পে দুই শতাধিক প্রাণহানির ক্ষত না শুকাতেই ফের ৬ মাত্রার শক্তিশালি ভূমিকম্পে কাঁপলো জাপান।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে বুধবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৯ মিনিটে দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। গত ১ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে উপকূলের যে এলাকা বিধ্বস্ত হয়েছিল, এদিন সেই একই এলাকাতে আবারও ভূমিকম্প হয়েছে।

নতুন বছরের প্রথমদিনই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে নোটো উপদ্বীপের অসংখ্য ঘরবাড়ি ধসে পড়ে। অনেক বাড়িতে আগুন ধরে যায়।

শক্তিশালী ওই ভূমিকম্পের পর তুষারপাত ও ভেঙ্গে যাওয়া রাস্তার কারণে ঘরবাড়ি ধসে পড়া এলাকাগুলোতে এখনো ঠিকভাবে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা। এরমধ্যেই আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে।

জাপানের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরে বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে।

জাপানের ইশিকাওয়া আঞ্চলিক কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, ১ জানুয়ারির ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০২ জনে দাঁড়িয়েছে। একদিন আগেও এই সংখ্যাটি ছিল ১৮০ জন। এছাড়া নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা ১২০ জন থেকে কমিয়ে ১০২ জন বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর