৭০ বছরে প্রথম জনসংখ্যা কমেছে চীনে!

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 14:43:52

‘জনসংখ্যা বোঝা নয় বরং সম্পদ’ এটি প্রথম প্রমাণ করেছিল চীন। বিপুল দক্ষ জনশক্তি দিয়ে তারা নিজেদের গড়ে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে। কিন্তু গত ৭০ বছরের মধ্যে ২০১৮ সালে কমেছে দেশটির জনসংখ্যা।

ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের গবেষক ইয়াই ফাশিয়ারের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত এই গবেষণায় বলা হয় যে, চীনে ২০১৮ সালে নতুন শিশু জন্মগ্রহণের সংখ্যা কমেছে প্রায় ২৫ লাখ।

গবেষকরা বলছে, চীনে ১৯৭৯ সালে ওয়ান-চাইল্ড পলিসি গ্রহণ করা হয় জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের জন্য।

চীনের গবেষকদের মতে, বর্তমানে একজন বৃদ্ধ মানুষের বিপরীতের কর্মক্ষম জনশক্তির সংখ্যা রয়েছে সাতজন। কিন্তু জনসংখ্যা যদি একইভাবে কমতে থাকে তাহলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা চারজনে নেমে আসতে পারে। এতে ভবিষ্যতে চীনের শ্রম বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দেশটির গণমাধ্যম বলছে, কর্মজীবী নারীদের সন্তান গ্রহণে অনিচ্ছা, বাসা ভাড়া, উচ্চ শিক্ষা এমন নানা কারণে জনসংখ্যা কমছে। ২০১৮ সালে মৃত্যুবরণ করেছে এমন সংখ্যা দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৮ মিলিয়নে। একই সঙ্গে মোট জনসংখ্যা কমেছে ১ দশমিক ২৭ মিলিয়ন।

ইয়াই ফাশিয়া দেশটির সরকারের প্রতি অনুরোধ করেছেন- অতি দ্রুত যাতে জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টির দিকে নজর দেয়। নয়তো এক সময় কর্মক্ষম জনশক্তির সংখ্যা নিয়ে বিপাকে পড়তে হতে পারে। যার নেতিবাচত প্রভাব পড়বে চীনের অর্থনীতিতেও। এক সময় জনসংখ্যা হ্রাসের কারণে চীনের অর্থনীতিতে জাপানের মতো কর্মক্ষম লোকের সংকট দেখা দিতে পারে।

এ সম্পর্কিত আরও খবর