২০১৮ সালে বেড়েছে বিমান দুর্ঘটনায় মৃত্যু

বিবিধ, আন্তর্জাতিক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 02:24:31

২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে অতীতের অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে বিশ্বব্যাপী ২০১৮ সাল ছিল বিমান দুর্ঘটনার নবম নিরাপদ বছর। খবর বিবিসি।

বিমান নিরাপত্তা নেটওয়ার্ক (এএসএন) জানিয়েছে, ২০১৮ সালে বিমান দুর্ঘটনায় মারা গেছেন ৫৫৬ জন মানুষ। আর ২০১৭ সালে প্রাণ মারা গেছেন ৪৪ জন। 

২০১৮ সালের ভয়াবহ প্লেন দুর্ঘটনা ছিল ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের। বছরটির ২৯ অক্টোবর জাভা সমুদ্রে এ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৮৯ জনের। এরপর জুলাইয়ে কিউবায় প্লেন বিধ্বস্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়। এর আগে ফেব্রুয়ারিতে ইরানের জাগ্রোস পর্বতমালায় প্লেন বিধ্বস্ত হয়ে মারা যান ৬৬ জন যাত্রী। সেইসঙ্গে ২০১৮ এর মার্চে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে মারা যান ৫১ জন। এছাড়াও ছোটখাটো অনেক প্লেন দুর্ঘটনা ঘটেছে বছরটিতে।

এএসএন আরও জানায়, ২০১৮ সালে ১৫টি প্লেন দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০টি দুর্ঘটনা মারাত্মক ছিল। যা গত পাঁচ বছরের সবচেয়ে মারাত্মক ২৫টি দুর্ঘটনার তালিকায় স্থান পেয়েছে।

সংস্থার প্রধান নির্বাহী (সিইও) হারো রেন্তার বলেছেন, ‘গত ১০ বছরের তুলনায় এ পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। আগে বছরে গড়ে ৩৯টি প্লেন দুর্ঘটনায় পড়তো। তার মধ্যে ২০০০ সালে ৬৪টি প্লেন বিধ্বস্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর