মোদির সঙ্গে মেলোনির সেলফি, নাম ‘মেলোডি’

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-03 15:06:54

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২০২৩ সালের চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৮ এ সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি সেলফি তুলেছিলেন ইতালির প্রধানমন্ত্রী  জর্জিয়া মেলোনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোদির সঙ্গে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। তিনি ক্যাপশনে লেখেন, ‘কপ-২৮-এ ভাল বন্ধুরা। #মেলোডি’। মেলোনির ইনস্টাগ্রাম পোস্টেও ছবিটি ভাইরাল হয়েছে। 

অন্যদিকে, মোদি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কপ-২৮ সামিটের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হলো। মজবুত ভবিষ্যৎ ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে আমি বিশ্বাস করি।’ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলোনির ছবিটি এখন পর্যন্ত এক কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ১ লাখ ৬৯ হাজারের বেশি। এর আগেও জি-২০ সম্মেলনে নজর কেড়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি ছবি।

এ সম্পর্কিত আরও খবর