কপ-২৮ সম্মেলনে যাচ্ছেন না জো বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-11-27 14:56:50

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৩ সালের কপ-২৮ জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। 

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘চলতি সপ্তাহে অথবা পরের সপ্তাহেও কপ-২৮ এ যোগ দেয়ার কোনো পরিকল্পনা নেই মার্কিন প্রেসিডেন্টের।’

জলবায়ু পরিবর্তন বিষয়ক বাইডেনের বিশেষ দূত জন কেরি দুবাইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ে আয়োজিত সম্মেলনটির শিডিউল সময়ে  অন্যত্র শিডিউল বুক করা আছে  বাইডেনের। হোয়াইট হাউস প্রকাশিত বাইডেন ও কামালা হ্যারিসের আগামী দুই সপ্তাহের সময়সূচিতে দুবাই যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাইয়ের এক্সপো সিটিতে জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৮ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পোপ ফ্রান্সিসসহ প্রায় ৭০ হাজার মানুষ অংশে নেবেন বলে জানা গেছে। 

এ সম্পর্কিত আরও খবর