বিশ্বে সবচেয়ে বেশি যক্ষ্মা রোগী ভারতে : ডব্লিউএইচও

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-10 17:36:26

২০২২ সালে যক্ষ্মা আক্রান্তের হিসাবে বিশ্বে ভারতের স্থান শীর্ষে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে।

১৯২টি দেশের মধ্যে চালানো সমীক্ষার ভিত্তিতে তৈরি ওই রিপোর্টে দেখা গেছে, ২০২২ সালে বিশ্বে মোট ৭৫ লাখ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন।

যার মধ্যে ২৭ শতাংশ অর্থ্যাৎ প্রায় ২৮.২ লাখ রোগীই ভারতের।

রিপোর্ট অনুযায়ী, ভারতে আক্রান্ত ২৮.২ লাখের মধ্যে সঙ্কটজনক রোগীর পরিসংখ্যান আবার ১২ শতাংশ।

ডব্লিউএইচওর কর্তাদের মতে, ভারতে গত বছরে ৩ লাখ ৪২ হাজার যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ হাজার এইআইভি আক্রান্ত ছিলেন।

তবে রিপোর্টে আরও একটি বিষয় প্রকাশ্যে এসেছে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যক্ষ্মা রোগীর সুস্থ হয়ে ওঠার হারও সন্তোষজনক।

২০২০-২১ সালে যত মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন, তার ৬০ শতাংশের বেশি সুস্থ হয়ে উঠেছেন ভারত, ইন্দোনেশিয়া আর ফিলিপিন্স-এই তিন দেশে।

বিশেষ করে ভারতে সুস্থ হয়ে ওঠার হার উল্লেখযোগ্য।

এ সম্পর্কিত আরও খবর