ইকুয়েডরের নতুন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-16 23:15:51

ইকুয়েডরের নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার মিত্র সমাজতান্ত্রিক লুইসা গঞ্জালেজকে পরাজিত করে ইকুয়েডরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ড্যানিয়েল নোবোয়া।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সি নোবোয়া হবেন দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।

পক্ষান্তরে, নোবোয়ার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট কোরেয়ার মিত্র সমাজতান্ত্রিক লুইসা গঞ্জালেজ জয়ী হলে তিনি ইকুয়েডরের প্রথম নারী প্রেসিডেন্ট হতেন।

নোবোয়া রবিবারের (১৫ অক্টোবর) নির্বাচনের ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রতীরবর্তী শহর ওলনে সংক্ষিপ্ত বক্তব্যের সময় সমর্থকদের বলেন, ‘আগামীকাল থেকে ড্যানিয়েল নোবোয়া আপনাদের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল আমরা এক নতুন ইকুয়েডরের জন্য কাজ শুরু করবো। আমরা সহিংসতা, দুর্নীতি এবং ঘৃণা দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি দেশ পুনর্গঠনের জন্য কাজ শুরু করবো।’

রবিবারের নির্বাচনে নোবোয়া ৫২ শতাংশের বেশি ভোট পেয়েছেন, সেখানে গঞ্জালেজ পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে গঞ্জালেজ কুইটোতে তার সমর্থকদের বলেছেন, ‘ড্যানিয়েল নোবোয়ার প্রতি আমাদের গভীর অভিনন্দন। কারণ, এটিই গণতন্ত্র।’

তিনি নোবোয়াকে ছাত্র এবং বয়স্কদের প্রতি তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

আরেক প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুন হওয়ার কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত এ নির্বাচনে নোবোয়া এবং গঞ্জালেজ-উভয়ই বুলেটপ্রুফ ভেস্ট পরে ভোট দেন।

এ সম্পর্কিত আরও খবর