উরুগুয়ের সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকার মৃত্যু

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-16 20:14:09

উরুগুয়ের সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা ডি আরমাস, যিনি ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় উরুগুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন, তিনি গত শুক্রবার (১৩ অক্টোবর) মারা গেছেন।

নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভি জানিয়েছে, মাত্র ২৬ বছর বয়সি শেরিকা জরায়ুর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন। তিনি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি চিকিৎসার অধীনে ছিলেন।

তার মৃত্যুতে উরুগুয়েসহ ফ্যাশনবিশ্বে শোক নেমে এসেছে।

তার বড় ভাই মেক ডি আরমাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘উচুতে উড়ে যাও ছোট বোন, সর্বদা, চিরকাল।’

মিস ইউনিভার্স উরুগুয়ে-২০২২ কার্লা রোমেরো তার শোকবার্তায় বলেছেন, ‘শেরিকা ডি আরমাস আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর নারীদের একজন।’

মিস উরুগুয়ে-২০২১ লোলা দে লস সান্তোস শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন, ‘আমি আপনাকে সবসময় মনে রাখব, সেটা আপনি আমাকে সমর্থন দিয়েছিলেন এবং আমাকে বড় হতে দেখতে চেয়েছিলেন শুধু তার জন্যই নয়, বরং আপনার স্নেহ আজও আমার সঙ্গে রয়েছে।’

মিস ওয়ার্ল্ড-২০১৫ আসরে অংশ নেওয়ার সময় শেরিকা নেটউরুগুয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি সবসময়ই মডেল হতে চেয়েছিলাম, তা বিউটি মডেল হোক, বিজ্ঞাপনের মডেল হোক কিংবা ক্যাটওয়াক মডেল হোক। আমি ফ্যাশনের সঙ্গে সম্পর্কিত সবকিছুই পছন্দ করি এবং আমি মনে করি একটি সৌন্দর্য প্রতিযোগিতার মধ্যে যেকোনও মেয়ের স্বপ্ন মিস ইউনিভার্সে অংশগ্রহণের সুযোগ পাওয়া। চ্যালেঞ্জেপূর্ণ এই অভিজ্ঞতায় থাকতে পেরে আমি খুবই খুশি।’

এ সম্পর্কিত আরও খবর