নিজ্জার খুনি ছিলেন, কোনও ধর্মগুরু ছিলেন না : ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-23 16:43:10

কানাডায় নিহত শিখ নেতা হারদীপ সিং নিজ্জার ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার (২২ সেপ্টেম্বর) দাবি করেছেন যে, নিজ্জার হত্যার বিষয়ে সব তথ্য কয়েক সপ্তাহ আগেই নয়াদিল্লির হাতে তুলে দিয়েছিল কানাডা। কিন্তু, ভারত জানিয়েছে, কোনও প্রমাণ নয়াদিল্লিকে দেয়নি অটোয়া।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মাঝে কানাডার গোয়েন্দারা দাবি করেছেন যে, নিজ্জার নিছকই একজন ধর্মগুরু ছিলেন।

এর জবাবে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, নিজ্জার কোন ধর্মগুরু ছিলেন না, বরং একজন খুনি ছিলেন।

ভারত জানিয়েছে, নিজের ভাই রাঘবীরকে ভয় দেখিয়েই গুরুদ্বারের প্রধান হয়েছিল নিজ্জার।

উল্লেখ্য, গত জুন মাসে গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খলিস্তানপন্থী নেতা নিজ্জারকে। নিজ্জারকে ২০বারেরও বেশি গুলি করা হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পাঞ্জাবি অধ্যুষিত সারি অঞ্চলে থাকতেন নিজ্জার। বিগত কয়েক বছরে কানাডার ভ্যাঙ্কুবারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিলেন এই নিজ্জার।

কানাডায় নিহত নিজ্জারের বিরুদ্ধে এআইএ-এর চারটি মামলা ছিল। এক হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্রসহ খলিস্তানি আন্দোলনের অভিযোগে গত বছর জুলাইতেই নিজ্জারের মাথার দাম ১০ লাখ রুপি ধার্য করেছিল এনআইএ।

জানা গেছে, নিজ্জার খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন। গুরপতবন্ত সিং পান্নুনের ‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের মতামত প্রচারের দায়িত্ব ছিল নিজ্জারের টাইগার ফোর্সের ওপর।

এ সম্পর্কিত আরও খবর