ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ৫, আটকা পড়েছে শতাধিক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 13:26:42

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড়ে ভয়াবহ ভূমিধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শতাধিক মানুষ।

বুধবার (১৯ জুলাই) গভীর রাতে রায়গড়ের একটি আদিবাসী গ্রামের এ ঘটনা ঘটে।এখনো উদ্ধারকাজ চলছে।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধারকাজ চলছে। এখনই মৃতের সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী উদ্ধার কর্মীদের সঙ্গে বৈঠক করছেন। কীভাবে উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করা যায় এবং ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া যায়।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টিম ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। মুম্বাই থেকে আরও দুটি দল অভিযানে যোগ দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর