রেকর্ড ভাঙা যমুনার পানিতে ভেসে যাচ্ছে দিল্লি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 07:53:51

কয়েকদিনের টানা ভারি বর্ষণে ভারতের রাজধানী দিল্লির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানির স্তর ৪৫ বছরের রেকর্ড ভেঙে বিপৎসীমা অতিক্রম করেছে। নদীর দুকূল উপচে আশেপাশের অঞ্চলগুলি প্লাবিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যমুনার পানির স্তর পৌঁছেছে ২০৮ দশমিক শূন্য আট মিটারে। এর ফলে দিল্লির উত্তরাঞ্চলে তলিয়ে আছে প্রধান সড়কগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত যাতায়াত ব্যবস্থা। ইতিমধ্যে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিচু অঞ্চলগুলোতে উদ্ধারকারী দলকে মোতায়েন করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, হাতিনি কুন্দ বাঁধ খুলে দেওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ২টার পর থেকে পানি কিছুটা কমতে পারে।

বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানার হাতিনিকুন্দ বাঁধ দিয়ে কিছু পানি বের করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। যাতে যমুনার পানির উচ্চতা আর না বাড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, উঁচু এলাকায় ধারাবাহিক বৃষ্টিপাত ও দিল্লির অন্যান্য অংশে বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এছাড়াও, হরিয়ানার কিছু বাঁধ উপচে যাওয়াও এর কারণ।

ভারতের অন্যান্য অংশেও বর্ষার কারণে ভোগান্তিতে আছে মানুষ। হিমাচল প্রদেশে ভূমিধস ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাঞ্জাব ও উত্তরাখণ্ডেও বন্যা, পানিবদ্ধতা ও তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এর আগে ১৯৭৮ সালের বন্যার সময় যমুনার পানির স্তর বেড়ে হয়েছিল ২০৭ দশমিক ৪৯ মিটার। টানা বর্ষণের কারণে যমুনার পানির স্তর আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা নিয়ন্ত্রণ দফতর

এ সম্পর্কিত আরও খবর