ওবামার ওপর চটেছে বিজেপি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 23:47:19

ভারতে সংখ্যালঘু মুসলিমদের অধিকার নিয়ে মন্তব্যের জন্য ক্ষমতাসীন বিজেপির নেতারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন। ওবামা প্রেসিডেন্ট থাকাকালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান হামলা চালিয়ে মানুষ হত্যার প্রসঙ্গ তুলেছেন তারা।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের উপস্থাপিকা ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে মুসলিমদের অধিকার রক্ষা না হলে দেশটি ভেঙে যেতে পারে’। সেসময় যুক্তরাষ্ট্র সফর করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে দেখা হলে ওবামা এ বিষয়টিই আলোচনায় তুলতেন বলে জানান সাক্ষাৎকারে।।

ওবামার এমন মন্তব্যে ‘বিস্ময়’ প্রকাশ করেন বিজেপি নেতা এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। তিনি বলেন, ‘তিনি (ওবামা) ভারতীয় মুসলমানদের সম্পর্কে মন্তব্য করেছেন। অথচ সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে তার আমলেই বোমাবর্ষণ করা হয়েছিল। কেন কেউ এ ধরনের লোকদের অভিযোগ শুনবে?’

ভারতের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত ওবামা নিজে বা মার্কিন সরকার দেয়নি।

অবশ্য ওবামার ওই মন্তব্যের পরপরই ভারতজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেৎ সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওই সাক্ষাৎকারের একটি অংশ টুইট করে মন্তব্য করেছেন, ‘মোদীর বন্ধু বারাক ওবামা একটা বার্তা দিয়েছেন। মনে হচ্ছে তিনিও বোধহয় মোদীর বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত। অন্তত ভক্তরা তো সেই দাবি করতেই পারে।’

এ সম্পর্কিত আরও খবর