ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 17:14:42

দখলকৃত পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত ও বহুসংখ্যক আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বাহিনীর গুলিতে অন্তত ১০২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন, আদনান সাবে বারা (৭২), মোহাম্মদ খালেদ আনবৌসি (২৫), তামের মিনাভি (৩৩), মুসাব ওয়াইস (২৬), হোসাম ইসলাম (২৪), মোহাম্মদ আবদুলগানি (২৩), ওয়ালিদ দাখিল (২৩), আব্দুলহাদী আশকার (৬১), জাসের আবদেলওয়াহাব কানের (২৩) ও মোহাম্মদ ফরিদ শাবান (১৬)।

স্থানীয় সময় সকাল দশটায় ইসরায়েলি সেনাবাহিনীর বেশ কয়েকটি সাঁজোয়া যান ও বিশেষ বাহিনীর সদস্যরা নাবলুসে অভিযান শুরু করলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হোসাম ইসলাম নামে এক পলাতক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাও করার আগে ইসরায়েলি সেনাবাহিনী শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেয়। এর পরিণতি স্পষ্টভাবে জানা যায় না।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এখনো নাবলুস শহরে অভিযান চালাচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।

চলতি বছর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা এখন পর্যন্ত ১৩ শিশুসহ ৬১ জনে দাঁড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর