রাতভর বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে তল্লাশি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 21:37:14

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই অফিসে রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কর প্রদানে অনিয়মের অভিযোগ এনে এই অভিযান চালাচ্ছে ইডি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বিবিসির কার্যালয়ে স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তল্লাশি শুরু হয়। সেখানে দিল্লি পুলিশও ছিল। তল্লাশি শুরু করেই বাজেয়াপ্ত করা হয় সেখানকার কর্মীদের মোবাইল ফোন ও ল্যাপটপ। কার্যালয় সিল করার ৬ ঘণ্টা পর তাদের বাহিরে যাওয়ার অনুমতি দেয়া হয়। এ সময় আয়কর কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়াতেও দেখা যায় বিবিসির কয়েকজন কর্মীকে।

২০০২ সালে গুজরাট হত্যাকাণ্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্কের মধ্যেই সংবাদমাধ্যমটির কার্যালয়ে তল্লাশি চালানো হল।

জানা গেছে, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটির যত অ্যাকাউন্ট রয়েছে সবই বিস্তারিতভাবে খতিয়ে দেখছে আয়কর কর্তৃপক্ষ।

বিবিসি এক টুইটবার্তায় জানিয়েছে, আয়কর কর্তৃপক্ষ (ভারতের) বর্তমানে দিল্লি এবং মুম্বাইয়ের বিবিসি কার্যালয়ে আছে। আমরা তাদের পূর্ণ সহযোগিতা করছি। আশা করি দ্রুতই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।

আয়কর দফতরের সূত্রের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক সাংবাদিক জানিয়েছেন, কাগজপত্র খতিয়ে দেখার জন্যই বিবিসির দফতরে যাওয়া হয়েছে। তবে যেভাবে এদিন বিবিসির দফতর সিল করে, সাংবাদিকদের ভেতরে বসিয়ে রেখে তল্লাশি চালাচ্ছে, তা নজিরবিহীন।

‘ইন্ডিয়া, দি মোদি কোয়েশ্চেন’ নামে বিবিসির দুই পর্বের অনুসন্ধানী তথ্যচিত্র গত জানুয়ারিতে প্রচারের পর ব্যাপক চাপের মুখে পড়েন মোদি। প্রথম পর্বের তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাট দাঙ্গায় ওই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদির ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়। ভারতে যেন এই তথ্যচিত্রটি দেখা না যায় তা নিশ্চিত করতে বিজেপির সরকার নজিরবিহীন তৎপরতা শুরু করে। ভারতের রাজনীতিতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে মোদি সরকার সামগ্রিক বিরোধিতাকে ধামাচাপা দিতে চাইছে।

তারা বলছেন, মোদিকে নিয়ে তথ্যচিত্র ঘিরে তোলপাড়ের মধ্যেই বিবিসির অফিসে আয়কর অভিযান অনেকগুলো প্রশ্ন স্পষ্ট করে দিল।

এদিকে ব্রিটেন সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। পরিস্থিতি এমনই যে, এ নিয়ে বিবৃতি দিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। পাল্টা তোপ দেগেছেন বিরোধীরা। উদ্বেগপ্রকাশ করে বিবৃতি জারি করেছে ‘এডিটরস গিল্ড’ও। আয়কর দফতরের ‘সমীক্ষার’ নিন্দা করে বিবৃতি প্রকাশ করেছে ‘প্রেস ক্লাব অব ইন্ডিয়া’।

এ সম্পর্কিত আরও খবর