সুস্থ হতে না হতেই ফের করোনায় আক্রান্ত বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 20:58:18

সুস্থ হয়ে উঠতে না উঠতেই ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর: বিবিসি।

শনিবার (৩০ জুলাই) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

তার চিকিৎসক বলেছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করছেন না। হোয়াইট হাউস জানিয়েছে, ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে তার সরকারি বাসভবন হোয়াইট হাউসে আইসোলেশনে আছেন।

এর আগে গত ২১ জুলাই হোয়াইট হাউস জানিয়েছিল, বাইডেন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ও বুধবার (২৭ জুলাই) সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়। দুবারই ফল নেগেটিভ আসে।

করোনার পরিপূর্ণ টিকা নেওয়া জো বাইডেন দুবার বুস্টার ডোজও গ্রহণ করেছেন। করোনা আক্রান্ত হলেও এর আগে হোয়াইট হাউসে আইসোলেশনে থেকে ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে অংশ নিয়েছেন তিনি।

বাইডেনের চিকিৎসক ডা. কেভিন ও’কনর বলেন, নতুন করে প্রেসিডেন্টকে চিকিৎসা নিতে হবে না। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এ সম্পর্কিত আরও খবর