সিনিয়র বুশের জীবনাবসান

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-23 15:28:48

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ ৯৪ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন বলে নিশ্চিত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সময় অনুযায়ী শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সিনিয়র বুশের মৃত্যু হয়।

অসুস্থ অবস্থায় বুশকে হসপিটালে ভর্তি করানো হলে গত কয়েকদিন যাবৎ তিনি আইসিইউতে ছিলেন। অবশেষে শুক্রবার সন্ধ্যার দিকে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি যুক্তরাষ্ট্রের ৪১ তম প্রেসিডেন্ট হিসেবে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্টের দায়িত্বে আসার পূর্বে জর্জ বুশ দুই মেয়াদে দেশটির ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

১৯৮৯ সালের রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনের আগে দেশটিতে বুশের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।

কিন্তু প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর দেশীয় নীতির কারণে দেশটির জনগণের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কমে আসে। 

এজন্য দ্বিতীয় মেয়াদে দেশটির জনগণ সিনিয়র বুশকে নির্বাচিত করেনি। ১৯৯৩ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটনের কাছে পরাজিত হন তিনি।

সিনিয়র বুশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান চালনার দায়িত্বে ছিলেন। টেক্সান অয়েল টাইকন নামের একটি তেল কোম্পানির মালিক ছিলেন বুশ। ১৯৬৪ সালে রাজনীতিতে পা রাখেন সাবেক যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট।

এ সম্পর্কিত আরও খবর