তিব্বতের জোখাং মঠে অগ্নিকাণ্ড

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-25 17:43:06

চীনের তিব্বতে শনিবার স্থানীয় বৌদ্ধদের কাছে সবচেয়ে পবিত্র উপসনালয় লাসার জোখাং মঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া রবিবার জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ইউনেসকো ওয়াল্ড হেরিটেজের অন্তর্ভূক্ত এ মঠে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। মঠটির ১৩শ’ বছরের বেশি পুরনো ইতিহাস রয়েছে। এটি প্রাচীন লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত। রাষ্ট্র পরিচালিত তিব্বত ডেইলি জানিয়েছে, ‘আগুন দ্রুত নিভিয়ে ফলা হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ খবর পেয়ে তিব্বতের শীর্ষ কমিউনিস্ট পার্টির কর্মকর্তা উ ইংজি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন।

এ সম্পর্কিত আরও খবর