জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে উত্তপ্ত ফ্রান্স, নিহত ১

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 08:04:57

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে ফ্রান্সের হাজারো নাগরিক রাস্তায় নেমে আন্দোলন করছেন। এ আন্দোলনে এখন পর্যন্ত একজন নিহতের পাশাপাশি দুই শতাধিক আহত হয়েছে।

রোববার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত এক বছরে দেশটিতে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বেড়ে গড়ে প্রতি লিটার তেলের দাম গিয়ে দাঁড়ায় এক দশমিক ৫১ ইউরোতে। এতে দেশটির সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইয়েলো ভেস্টস’ নামে আন্দোলনের সূচনা করে।

কিন্তু গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাস্তায় নেমে পড়ে এই আন্দোলন। কমপক্ষে দেশটির আড়াই লক্ষ মানুষ দুই হাজারেরও বেশি স্থানে একত্র হয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ করে।

আন্দোলন চলাকালীন এক গাড়ির চালক তার অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের একটা দল গাড়িটি আটকালে তিনি আন্দোলনকারীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এক নারী আন্দোলনকারী নিহত হন।

এ ঘটনা আন্দোলনের আগুনে যেন নতুন করে ঘি ঢালে। উত্তপ্ত জনতা দেশটির বিভিন্ন স্থানে রাস্তা আটকে দিয়ে আন্দোলনে শামিল হন। যদিও পুলিশ সে চালককে আটক করে। এছাড়া এখন পর্যন্ত ৫২ জন আন্দোলনকারীকে আটক করেছে বলে জানায় দেশটির পুলিশ।

আন্দোলনকারীদের অনেকেই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোকে পদত্যাগ করার আহবানও জানায়। যদিও দেশটির সরকার প্রধান এখন পর্যন্ত আন্দোলনের বিষয়টি নিয়ে মুখ বন্ধ রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর