দাবানল অশান্ত, বাড়ছে মৃতের সংখ্যা

আমেরিকা, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:19:27

দাবানলে এখনো পুড়ছে ক্যালিফোর্নিয়া। মার্কিন প্রদেশটিতে দাবানলের উৎপত্তি পাঁচদিন আগে হলেও এখনো শান্ত হয়নি।

এই অশান্ত দাবানলের যেমন সামনের দিকে ছড়িয়ে যাচ্ছে সমানতালে মৃতের সংখ্যাও বাড়ছে প্রদেশটিতে। মঙ্গলবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই দাবানলে পুড়ে মৃতের সংখ্যা ৪২ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানায়।

এখন পর্যন্ত দাবানলটি সাত হাজার ২০০টি ঘরবাড়ি ভস্ম করলেও এখনো ১৫ হাজার ৫০০টি ঘরবাড়ি ঝুঁকির মধ্যে আছে বলে উল্লেখ করে এই প্রতিবেদনে।

সর্বশেষ খবর অনুযায়ী, সর্বমোট ৪২ জনের মৃতদেহ পাওয়া গেলেও ২২৮ জন এখনো নিখোঁজ রয়েছে। তাই ধারণা করা হচ্ছে নিখোঁজদের অনেকেই দাবানলের আগ্রাসনের শিকার হয়েছেন। এতে মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত শুক্রবার (৯ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় দাবানলের উৎপত্তি হলে প্রদেশটির প্রায় ১৪ হাজার একরের বেশি এলাকা পুড়ে ভস্ম করে। প্রায় তিন লাখ মানুষ ঘর ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। কিন্তু দাবানলের বয়স পাঁচ দিন হয়ে গেলেও এখনো বেশ প্রখর।

এ সম্পর্কিত আরও খবর