‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে’- মৃত্যুর আগে খাসোগি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-18 17:12:39

মৃত্যুর আগে সাংবাদিক জামাল খাসোগির সর্বশেষ কথা ছিলো, ‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে।’

রোববার (১১ নভেম্বর) তদন্তকারী তুর্কি পুলিশের বরাত খবরটি নিশ্চিত করে দেশটির সরকারপন্থী সংবাদমাধ্যম সাবাহ।

সাংবাদিক ও সৌদি নাগরিক জামাল খাসোগিকে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হলে বিষয়টি নিয়ে তদন্ত করছে তুরস্কের পুলিশ। তবে এই তদন্তে এবার খাসগির মৃত্যুর সময়ের ‘রেকর্ডিং’ উদ্ধার করেছে বলে জানায় তদন্তকারীরা। এই রেকর্ডিং থেকে নিহত সাংবাদিকের শেষ কথাটাও গণমাধ্যমের সামনে তুলে ধরে তারা।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় খাসোগির মুখসহ মাথায় এমন  ব্যাগ দিয়ে আবৃত করে রাখা হয়েছে যেটার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছিলো।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে রেকর্ডিংয়ে পাওয়া এই সাংবাদিকের মৃত্যুর আগের শেষ কথাটা তুলে ধরে।

যেখানে শেষবারের মত খাসোগির গলায় ফুটে উঠে, ‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমার মাথা থেকে এই ব্যাগটি সরিয়ে নাও। আমি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছি।’

কথাটাই ছিল খাসোগির এই রেকর্ডিং টেপের শেষ কথা। এ রেকর্ডিং টেপ সৌদি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সের সরকার প্রধানদের সাথে ‘শেয়ার’ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয় সৌদি সরকারের কট্টর সমালোচক জামাল খাসোগিকে। এরপর থেকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও খবর